কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীত জেঁকে বসতেই রোগীর চাপ হাসপাতালে

সমকাল প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১১:১৯

পৌষ পড়তেই সারাদেশে জেঁকে বসেছে শীত। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগব্যাধি। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ব্যক্তি, নবজাতক ও শিশুরা। প্রতিদিন দেশের হাসপাতালগুলোতে রোগীর ভিড় হচ্ছে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সরকারি হাসপাতালগুলোতে গত আড়াই মাসে ৩ লাখের বেশি মানুষ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের সেবা নিয়েছেন। এ হিসাবে গড়ে দিনে ৪ হাজার ১৭৪ রোগী সেবা নিয়েছেন। এ সময়ে ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।


সংস্থাটির ভাষ্য, এরই মধ্যে গত কয়েক বছরের তুলনায় এবার শীত মৌসুমে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছেন। মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে এবার রোগীদের বেশিদিন ভুগতে হচ্ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা শীতের সময় নবজাতক, শিশু ও পরিবারের প্রবীণদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও