![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffak-20221219094939.jpg)
সোনার পাথরবাটি ও সুনাগরিক তস্কর
চুরি করতে গিয়ে এক চোর বন্দি হয়ে পড়েছে দোকানে। কোনোভাবেই বাইরে বের হতে পারছে না সে। বের হয়ে ধরা পড়লেই তার পিঠের চামড়া অক্ষত থাকবে না। তার সঙ্গে আছে মোবাইল ফোন। হঠাৎ বুদ্ধি হলো ৯৯৯-এ ফোন করার। নিজের জীবন বাঁচানোর জন্য চোর পুলিশকে ফোন করলো।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এর আর খান বাজারের এক মুদি দোকানে চুরি করতে গিয়ে চোর ভেতর থেকে বের না হয়ে পুলিশকে জরুরি নম্বরে কল দিয়েছিল। বহুদিন ধরে চুরি করা তার বৃত্তি। চুরি করার আয়-উপার্জন দিয়ে তার সংসার চলে।