কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানে থানায় জঙ্গি হামলা, চার পুলিশ সদস্য নিহত

প্রথম আলো পাকিস্তান প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১৬:৪৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকার বুরগি পুলিশ স্টেশনে (থানা) জঙ্গিদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গতকাল শনিবার রাতে এ হামলা হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।


লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ ডনকে বলেন, ‘মধ্যরাতে জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করেছে এবং ভবনটিতে ঢোকার চেষ্টা করেছে।’ ওই সময় ৬০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্বে নিযুক্ত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।


শহীদ হামিদ আরও বলেন, পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়েছেন। এরপর হামলাকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। লাক্কি শহর থেকে ওই থানায় পৌঁছাতে দেড় ঘণ্টার মতো সময় লাগে।


এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ, নিষিদ্ধ সংগঠন তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে।


আজ সকালে লাক্কি পুলিশ লাইনে নিহত দুই পুলিশ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও