মেসির জাদু না ফরাসি বিপ্লব

ঢাকা পোষ্ট অঘোর মন্ডল প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১৩:৩৫

চ্যাম্পিয়নকে খুঁজছে ফুটবল বিশ্ব। তবে এক চ্যাম্পিয়নকে তারা পেয়ে গেছে! এবং ফাইনালের আগেই লিখে দেওয়া যাচ্ছে তারা চ্যাম্পিয়ন।


দ্বিধা-দ্বন্দ্বে ভোগার কোনো কারণ নেই। তারাই চ্যাম্পিয়ন। আর সেই দেশটার নাম—কাতার। নামটা দেখে ভ্রু কোঁচকানোর কোনো সুযোগ নেই। মাঠের কাপ যুদ্ধে নয়। বিশ্বকাপ আয়োজনে পারস্য উপসাগরের এই ছোট্ট দেশ সত্যি চ্যাম্পিয়ন।


বিশ্বকাপ ইতিহাসের সফলতম আয়োজন করলো তারা। সেই সনদ দিয়েছেন ফিফা সভাপতি নিজেই। সুতরাং বলাই যায় 'কাতার দ্য চ্যাম্পিয়ন'। অথচ কাতারকে যখন আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়, তখন কত কথা। কত সমালোচনা।


পশ্চিমা মিডিয়া কত নিউজ প্রিন্ট খরচ করেছে আর কত অন এয়ার টাইম নষ্ট করেছে কাতারকে কেন বিশ্বকাপের আয়োজক করা হলো তা নিয়ে! কাতার! বিশ্বকাপের আয়োজক! তা কীভাবে সম্ভব?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও