রাজনৈতিক ডামাডোলের ভেতর প্রশাসনিক দায়িত্ব পালন
আজকের নিবন্ধের শিরোনামে ডামাডোল শব্দটি ব্যবহার করেছি। শুরুতেই বলে নিতে চাই, এটি কোনো অসূয়াসঞ্জাত ব্যবহার নয়। রাজনৈতিক অঙ্গন সব দেশেই সবকালে কমবেশি উত্তাপ বিকিরণ করে থাকে। আমাদের দেশে হয়তো একটু বেশি।
আর এক অর্থে এটা আমাদের বিধিলিপি। স্বাধীনতার আগে পাকিস্তান আমলের দুই যুগ তো বলতে গেলে লড়াই করেই বাঁচতে হয়েছে আমাদের। ওই আমলের শুরু থেকে শেষ অবধি রাষ্ট্র পরিচালনার ষোলো আনা দায়িত্ব আমাদের পশ্চিমা বেরাদররা সব সময় নিজেদের কাছে রেখেছে। এমনকি জনগণের ভোটে বিপুলভাবে নির্বাচিত হয়েও বাঙালিরা শাসনভার লাভ করতে ব্যর্থ হয়েছিল পাকিস্তানের ক্ষমতালিপ্সু জেনারেল ও দাম্ভিক রাজনীতিকদের সম্পূর্ণ অনৈতিক, অন্যায্য ও কুটিল ষড়যন্ত্রের কারণে। অবশেষে ‘এক সাগর রক্তের বিনিময়ে’ আমরা বাঙালিরা একাত্তরের এই ডিসেম্বর মাসে ‘দাম দিয়ে কিনেছি বাংলা’। আমাদের বড় আদরের বাংলাদেশ, স্বপ্নপূরণের বাংলাদেশ। ১৬ ডিসেম্বর একাত্তরে আমরা এক বুক আশা নিয়ে যাত্রা শুরু করলাম।