You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়ার জুয়াড়িদের দীক্ষা নিয়ে দেশে ফিরে অনলাইন জুয়ার চক্র

রাশিয়ায় পড়াশোনা করতে যাওয়ার পর সে দেশের ক্যাসিনো ব্যবসায়ীদের সঙ্গে সখ্য গড়ে ওঠে বাংলাদেশি দুই তরুণের। ক্যাসিনোমালিকদের সহায়তায় মুঠোফোনে জুয়ার অ্যাপ্লিকেশন তৈরি করে চট্টগ্রাম ও নরসিংদীতে এজেন্ট নিয়োগ দেন তাঁরা। এসব এজেন্টের হাত ধরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে গড়ে ওঠে অনলাইন জুয়ার বড় একটি চক্র।

সম্প্রতি পুলিশের সাইবার অপরাধ তদন্ত দল মেহেরপুরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৩২ জনকে আটক করে। গত বুধবার ছাত্রলীগের দুই নেতা ও তাঁদের চার কর্মীকে এই অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। এরপরই সামনে আসে অনলাইন জুয়ার আদ্যোপান্ত।

জেলা পুলিশের সাইবার অপরাধ তদন্ত দলের প্রধান মনিরুল ইসলাম বলেন, অনলাইন জুয়া ব্যবসায় জড়িয়ে পড়েছেন মেহেরপুরের দুই শতাধিক তরুণ। এসব তরুণ মূলত মুঠোফোনের নম্বর ব্যবহার করে টাকা লেনদেন করেন। তবে জুয়া খেলায় দেশের কত মানুষ জড়িত, সে সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন