You have reached your daily news limit

Please log in to continue


২৪ ডিসেম্বরে কী করবে বিএনপি

বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের একটি চিত্র প্রায় অভিন্ন। সরকারি দলের নেতা বিরোধী দলের বিরুদ্ধে কথা বলবেন। আর বিরোধী দলের নেতা সরকারের বিরুদ্ধে। এবারেও তার ব্যতিক্রম হয়নি।  বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একাত্তরের পরাজিত ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁর ভাষায়,‘বিএনপি এদের উসকানি দিচ্ছে। ষড়যন্ত্র করছে।’

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র নেই। মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ভূলুণ্ঠিত। অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে। দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আমাদের সম্পদ। সরকারের বিরুদ্ধে দমন নিপীড়নের অভিযোগ এনেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন