পর্যটকে মুখর কুয়াকাটা
সাগর কন্যা কুয়াকাটা। যেখানে এক জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তসহ বঙ্গোপসাগরের বিভিন্ন রূপ দেখতে বছরের বিশেষ বিশেষ দিনে দেশ-বিদেশের নানা বয়সের পর্যটকের আগমন ঘটে। মহান বিজয় দিবস ও সরকারি ছুটিসহ দুই দিনের ছুটিতে কুয়াকাটায় আগমন ঘটেছে নানা বয়সের হাজার হাজার পর্যটকের।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সৈকত ঘুরে দেখা যায়, বিভিন্ন পয়েন্টে আনন্দ উল্লাসে মেতেছেন নানা বয়সের মানুষ। শিশুরা বালিয়াড়িতে গাঁ মিশিয়ে আনন্দ করছে, মধ্যে বয়সীরা গভীর সমুদ্রে গোসলে মেতেছে আর বৃদ্ধরা ছাতার নিচে বেঞ্চে বসে উপভোগ করছেন বিশাল সমুদ্রের জলরাশি ও গর্জন। গত বেশ কয়েকদিন পর্যটক কম হাওয়ায় কিছুটা অলস সময় পার করলেও এখন বেশ ব্যস্ত সময় কাটছে হোটেল মোটেলসহ বিভিন্ন ব্যবসায়ীদের। ঢাকা থেকে আসা পর্যটক শান্তা ইসলাম জাগো নিউজকে বলেন, দুই দিনের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটা এসেছি। বিশেষ করে বাচ্চাদের নিয়ে এইবার ট্যুর।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পর্যটক
- পর্যটন
- পর্যটনশিল্প