বাংলাদেশের ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যবিষয়ক কথকতা
আমার স্কুলজীবনের সহপাঠী মুখলেছুর রহমান ভুইয়া গ্রামে থেকে জনসেবা করেন। তিনি আমাকে ফোন দিয়ে জানতে চাইলেন- দশটি ব্যাংক যে বন্ধ হয়ে যাবে শুনছি, সেগুলোর নাম কী? আমি তো আকাশ থেকে পড়লাম! একটি নয়, দুটি নয়; দেশে দশটি ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। অথচ আমি খবরই রাখি না। কী দুঃখজনক!
কথাবার্তা শুনে বুঝতে পারলাম, সবার আগে বন্ধ হবে অগ্রণী ব্যাংক। মনে মনে আমি বেশ কষ্ট পেলাম। জীবনের প্রথম ব্যাংক হিসাবটি খুলেছিলাম অগ্রণী ব্যাংকের সঙ্গে ১৯৭২ সালে। আবার জীবনের প্রথম চাকরিটিও করেছিলাম অগ্রণী ব্যাংকে ১৯৮০ সালে। সেই ব্যাংকটি বন্ধ হয়ে যাবে!