বাবার জন্য চঞ্চলের মন ভালো নেই
বাবা-মা এবং সন্তানদের সম্পর্কের মতো পবিত্র ও শ্রেষ্ঠ সম্পর্ক পৃথিবীতে আর নেই। সন্তানরা ভালো না থাকলে যেমনি বাবা-মা দিশেহারা হয়ে যান, তেমনি বাবা-মা ভালো না থাকলে সন্তানরাও ভালো থাকেন না। মানসিকভাবে ভেঙে পড়েন। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও তার বাবার অসুস্থতায় বেশ বিমর্ষ হয়ে পড়েছেন। আজ সকালে (১৫ ডিসেম্বর) তার বাবাকে নিয়ে লেখা আবেগঘন স্ট্যাটাসে এমনটাই ফুটে উঠেছে।
স্ট্যাটাসে চঞ্চল চৌধুরী লেখেন, ‘বাড়ির উঠোনেই স্কুল, বাবা সেই স্কুলের প্রধান শিক্ষক। যে কারণে স্কুলের মাঠ, গাছপালা, স্কুল ঘর, বইপত্র সব কিছুকেই পৈত্রিক সম্পত্তি ভাবতাম। ছোট বেলায় যতটা ভালো ছাত্র ছিলাম, তারচেয়ে অনেক বেশি দুরন্ত ছিলাম। যদিও রোল নম্বর সব সময়ই এক/দুই/তিনের মধ্যেই থাকতো। একজন সৎ এবং স্বনামধন্য শিক্ষক হিসেবে আমার বাবাকে এলাকার সবাই এক নামে চিনতো, এখনো চেনেন। যেকোনো জায়গায় গেলে, বাবার ছেলে হিসেবেই বেশি সমাদর পেতাম।
- ট্যাগ:
- বিনোদন
- মন খারাপ
- চঞ্চল চৌধুরী