
মির্জাপুরের চরিত্রটি সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল : শ্বেতা ত্রিপাঠি
বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী শর্মা সম্প্রতি ওয়েব সিরিজ মির্জাপুরের তৃতীয় সিজনের শুটিং শেষ করেছেন। সিরিজটি ভারতে সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ। এতে অভিনয় করে শ্বেতা তার ক্যারিয়ারে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি নিজের অভিনীত চরিত্র সম্পর্কে কথা বলেছেন শ্বেতা।
তিনি জানান, এই চরিত্রটি তার উপরে বেশ প্রভাব ফেলেছে। এমনকি এই চরিত্র থেকে বের হতে কাউন্সিলরের সাহায্য পর্যন্ত নিতে হয়েছে অভিনেত্রীকে। মির্জাপুরে শ্বেতার অভিনীত চরিত্রটির নাম ‘গলু’।
গলু চরিত্রটি সম্পর্কে শ্বেতা জানিয়েছেন, “শুটিংয়ের কাজ শেষ করে আমি সরাসরি গোয়ায় ভ্রমণ করেছি। কারণ গলু চরিত্রটি আমার উপরে জেঁকে বসেছে। এটি আমার বাস্তব জীবনেও প্রভাব ফেলতে শুরু করেছে। এটি থেকে বের হওয়া জরুরি হয়ে পড়েছে আমার জন্য। ”
নিজের চরিত্রে বিষয়ে শ্বেতা আরো বলেন, “গলুর জীবনে কোনো ভালো দিন নেই বরং অনেক নেতিবাচক অনুভূতি আছে। প্রতিশোধ, ঘৃণা এবং অনুশোচনা। অনেক কষ্ট ছিল ওর জীবনে। বাস্তব জীবনে এমন চরিত্রকে স্বাভাবিক বলা যাবে না। এই কারণে আমি মনে করি গলু হল সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। আমার অভিনয় জীবনে এখন পর্যন্ত যত চরিত্রে অভিনয় করেছি, গলু তার মধ্যে সেরা হয়ে থাকবে। ”
- ট্যাগ:
- বিনোদন
- ওয়েব সিরিজ
- শ্বেতা ত্রিপাঠী