![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-12%2Fb9ef53d3-a9cb-4c58-9362-425eecfec192%2Fpanchagarh_prisoner_dead_141222_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=700)
পঞ্চগড় জেলা কারাগারের কয়েদির মৃত্যু
পঞ্চগড় জেলা কারাগারের এক বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান বলে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার খন্দকার মামুন জানান।
কয়েদি সোলায়মান আলী (৫৫) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। জমি সংক্রান্ত একটি মামলায় তার এক মাসের সাজা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কয়েদির মৃত্যু
- কয়েদি