রাজাকারের তালিকা তৈরিতে সমন্বয়হীনতা
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর, আলশামসের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে তেমন কোনো কার্যকর অগ্রগতি নেই।
সংশ্লিষ্টদের মধ্যে চরম সমন্বয়হীনতার কারণেই মূলত এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তালিকা তৈরির জন্য গঠিত উপকমিটির সদস্যরা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। কেউ বলছেন, এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো কাজই হয়নি।
আবার কেউ বলছেন, তালিকা তৈরির কাজ প্রায় শেষের দিকে। ফলে বিষয়টি নিয়ে একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন বিষয়টি নিয়ে তারা কাজ করছেন না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাজাহান খানের নেতৃত্বে গঠিত উপকমিটি কাজ করছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
এ প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মঙ্গলবার নিজ কার্যালয়ে যুগান্তরকে বলেন, রাজাকারদের তালিকা তৈরির কাজে খুব বেশি অগ্রগতি হয়েছে বলে আমার জানা নেই। এখন পর্যন্ত নীতিমালাও করা যায়নি। তবে নীতিমালা তৈরির কাজ করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।