ক্রোয়েশিয়াকে আক্রমণের স্থান নির্ধারণ করেছে আর্জেন্টিনা: স্কালোনি

চ্যানেল আই প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৬

সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাওয়া আর্জেন্টিনা তাদের কৌশলগত পদ্ধতির উপর আস্থা রাখবে। একইসঙ্গে বিশ্বাস রাখবে তারা বর্তমান রানার্সআপদের মাঠের লড়াইয়ে আক্রমণ করতে পারে। 


প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।


গতবার ফাইনালে খেললেও এবার ক্রোয়েশিয়াকে শেষ চারে যাওয়ার ক্ষেত্রে ফেভারিট ভাবা হয়নি। তবে পরপর দুই ম্যাচে টাইব্রেকারে জিতে ঠিকই সেমিতে পৌঁছে যায়।


বিষয়টিকে মাথায় রেখে স্কালোনি বলেন, তারা অনেক দলকে সমস্যায় ফেলেছে। আমি মূল খেলোয়াড় বা তাদের শক্তি এবং দুর্বলতার কথা উল্লেখ করবো না। তবে আমরা বিশ্লেষণ করেছি যে তাদের কোন জায়গায় আক্রমণ করতে পারি। কখনো কখনো এটি কার্যকর হয়। কখনো কখনো তা হয় না।


‘আমাদের নিজস্ব পদ্ধতি আছে, ধরণ আছে। অবশ্যই কিছু পরিস্থিতিতে প্রতিপক্ষরা কীভাবে খেলছে তা আমাদের বিবেচনায় নিতে হবে। আমরা নিজেদের পদ্ধতির বাইরে গিয়ে খেলার ধরণ পরিবর্তন করব না। খেলা চলাকালীন আমরা অবশ্যই পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবো এবং চ্যালেঞ্জ মোকাবিলা করবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও