আইএমএফের ঋণ : স্বস্তির না শঙ্কার?
১৫ সেপ্টেম্বর ২০২২ বিশ্বব্যাংক বলেছে, দীর্ঘ করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে ক্রমাগত মূল্যস্ফীতি মোকাবিলায় সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো একযোগে সুদের হার বাড়ানোয় বিশ্ব একটি বৈশ্বিক মন্দার দিকে যাচ্ছে।
বিশ্বের তিনটি বৃহত্তম অর্থনীতি—মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরো অঞ্চল—তীব্রভাবে মন্থর হয়ে পড়েছে এবং এমনকি ‘পরবর্তী বছরে বিশ্ব অর্থনীতিতে একটি মাঝারি আঘাত একে মন্দার দিকে ঠেলে দিতে পারে।’
উন্নত দেশেগুলো যদি সম্ভাব্য আর্থিক মন্দায় কবলিত হয় তবে তার ঢেউ আমাদের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে আঘাত হানবে এবং এটাই স্বাভাবিক। অধিকন্তু, মুদ্রা পাচার, মার্কিন ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রাপ্যতা সংকট, বৈদেশিক মুদ্রার মজুদ হ্রাস, মূল্যস্ফীতির আস্ফালন, জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি, উচ্চ বেকারত্বের হার, দুর্নীতি ইত্যাদির যৌথ প্রভাবে এমনিতেই আমাদের অর্থনীতি নাজুক অবস্থায় রয়েছে।