You have reached your daily news limit

Please log in to continue


নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে বিএনপি

নয়া পল্টনে পুলিশি অভিযানের প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। 

মঙ্গলবার বেলা ২টায় ঢাকা মহানগর বিএনপির আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে ঘোষণা করা ঢাকা নগরসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচির অংশ এটি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি পালন করার কথা জানান তিনি।

সংবাদ বিফ্রিংয়ের আগে সোমবার সকাল ১১টায় নয়া পল্টনে ছয় তলা কেন্দ্রীয় কার্যালয় ভবনের প্রতিটি তলা ঘুরে দেখেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

নয়া পল্টনে বিএনপির নেতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর চার দিন কার্যালয়টি বন্ধ ছিল। রোববার সেখান থেকে পুলিশি ব্যারিকেড সরে গেলে বিএনপি নেতারা কার্যালয়ে ঢোকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন