জয় হয়েছে ফুটবলের
৯ ডিসেম্বর শুক্রবার আমাদের সন্ধ্যারাত থেকে শেষ রাত পর্যন্ত হাজারো মাইল দূরের ব্রাজিল আর আর্জেন্টিনার ভাগ্যে কোয়ার্টার ফাইনালে কী ঘটতে যাচ্ছে- এটি নিয়ে বাংলাদেশে উভয় দেশের অগণিত সমর্থক ও ভক্তরা প্রচ- অস্থিরতা, অনিশ্চয়তা, অস্বস্তি আর উৎকণ্ঠার মধ্য দিয়ে প্রহরের পর প্রহর পার করেছেন। ব্রাজিলিয়ান আর আর্জেন্টাইন ফুটবলপিপাসু ছাড়া চার বছর পর পর যে কয়টি দেশ এ দুই দেশের ফুটবল নিয়ে রীতিমতো মাতম করে, পাগলামি ও উš§াদনায় মেতে ওঠে- এ তালিকায় বাংলাদেশও আছে।
ভিন দেশের ফুটবলের জন্য শুধু বিভিন্নভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে ক্ষান্ত হওয়া নয়, ভালোবাসার গাঢ়ত্ব বেশি করে প্রমাণের জন্য উভয় দলের সমর্থকরা তর্কবিতর্কে জড়িয়ে পড়া, একে অন্যকে হেয় করা এবং তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়তে দ্বিধা করেন না। ঢাকার বাইরে এবার এ ধরনের লড়াইয়ে প্রাণ গেছে! দুঃখের বিষয়, অন্যদের ফুটবল নিয়ে এত মাতামাতি। কিন্তু নিজ ঘরের ফুটবলে বিরাজ করছে যুগ যুগ ধরে অমাবস্যার অন্ধকার এবং ফুটবল আবেগ আর উচ্ছ্বাসের জালে আষ্টেপৃষ্ঠে বন্দি হয়ে আছে।
- ট্যাগ:
- মতামত
- ফুটবল
- ফুটবল বিশ্বকাপ