১৫০ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলবে টুইটার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ২৩:১১
যেসব অ্যাকাউন্টে এক বছরের বেশি সময় লগইন করা হয়নি বা কোনো টুইট করা হয়নি সেগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। এমন ১৫০ কোটি অ্যাকাউন্ট রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। অ্যাকাউন্টগুলো মুছে গেলে নতুন ব্যবহারকারীরা টুইটারে নিজেদের পছন্দমতো ইউজার নেম ব্যবহারের সুযোগ বাড়বে।
মাস্ক বলেন, ‘অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হলে অনেক ইউজার নেম আবার ব্যবহারের উপযুক্ত হবে। অ্যাকাউন্টগুলো থেকে অনেক বছর ধরেই কোনো কার্যক্রম দেখা যায়নি। তাই এগুলো মুছে ফেলাই স্বাভাবিক প্রক্রিয়া।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাকাউন্ট বন্ধ
- টুইটার