বাহাত্তরের সংবিধানে ফিরে গেলে কী লাভ?

বাংলা ট্রিবিউন আমীন আল রশীদ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ২২:২৬

সংবিধান এক জায়গায় স্থির থাকার বিষয় নয়। কোনও রাষ্ট্র যখন সংবিধান প্রণয়ন করে, তখনই সংশোধনের বিধান রাখে এ কারণে যে, যেকোনও সময় যাতে এখানে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলেই চারবার সংবিধানে সংশোধনী আনা হয়েছে। এরপর এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট ১৭বার সংশোধন বা পরিবর্তন করা হয়েছে।


প্রতিবেশী ভারতের সংবিধান প্রণীত হয় ১৯৫০ সালে এবং পরের বছরই বেশ কয়েকটি সংশোধনী আনা হয়। ভারতের সংবিধানে এ পর্যন্ত মোট ১০৫ বার সংশোধনী আনা হয়েছে। সবশেষ সংশোধনী আনা হয় গত বছরের ১০ আগস্ট সমাজের অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তালিকা করার বিষয়ে রাজ্য সরকারের ক্ষমতা বাড়ানোর বিধান করতে।


অন্যদিকে ১৭৮৯ সালে কার্যকর হওয়ার পরে গত ২৩৩ বছরে যুক্তরাষ্ট্রের সংবিধানে সংশোধন আনা হয়েছে মাত্র ২৭বার। সবশেষ সংশোধনী আনা হয় ১৯৯২ সালে, যে সংশোধনীর প্রস্তাব করা হয়েছিল ১৭৯১ সালে, অর্থাৎ সংবিধান কার্যকর হওয়ার দুই বছরের মাথায় এবং এই সংশোধনী আনতে যুক্তরাষ্ট্রের সরকারগুলো সময় নিলো দুইশো বছর! (বাংলাদেশের সংবিধান নানা প্রসঙ্গ, পৃষ্ঠা ১৫৯)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও