বাঙালি সভ্যতা-সংস্কৃতিকে টিকিয়ে রাখার দায়

www.ajkerpatrika.com সুতপা বেদজ্ঞ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ১৬:০৮

সংস্কৃতিচর্চা মানবিক মানুষ হতে শেখায়, মানুষে-মানুষে মমত্ববোধ গড়ে তোলে, মানুষের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক তৈরি করে। শিশু-কিশোরদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, মন্দ চিন্তা থেকে দূরে রাখে, সৃজনশীলতার বিকাশ ঘটায়। দেশের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলে সংস্কৃতি।


সভ্যতা-সংস্কৃতি শব্দযুগল পাশাপাশি যেমন ব্যবহৃত হয়, তেমনি এরা হাত ধরাধরি করে টিকে থাকে। সংস্কৃতির হাত ধরে সভ্যতা এগিয়ে চলে, বিকশিত হয়। সভ্যতা মানুষকে সমালোচনা গ্রহণ করতে শেখায়, আত্মসমালোচনার পথ বাতলে দেয়। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, মমতার বন্ধন গড়ে তোলে সংস্কৃতি। মোটকথা, মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নির্মাণ করে চলা, তাকে অগ্রসর করে নিয়ে যাওয়া সভ্যতার অন্যতম কাজ। সভ্যতা মানুষকে প্রগতিমুখী বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী করে তোলে। সভ্যতার হাত ধরে এগিয়ে চলা সুস্থ সংস্কৃতিচর্চা প্রজন্ম থেকে প্রজন্মে মানুষে মানুষে বন্ধনকে মজবুত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও