রাজপরিবারে ঝড় তুলতে পারে আলোচিত ‘হ্যারি অ্যান্ড মেগান’
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ১৫:৫৬
ব্যাপক প্রচার এবং বিতর্কের পর নেটফ্লিক্সে হ্যারি অ্যান্ড মেগান সিরিজটি বৃহস্পতিবার শুরু হয়েছে।
ডিউক আর ডাচেস অব সাসেক্স কোন পরিস্থিতিতে যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের রাজকীয় দায়িত্ব থেকে সরে এসেছিলেন এ সিরিজ তার ভেতরের খবর প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে।
সিরিজের ট্রেলারে ‘মেগানের বিরুদ্ধে যুদ্ধের’ ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি বলেছেন, একটি ‘নোংরা খেলার’ অংশ হিসেবে প্রাসাদে কাহিনী ফাঁস ও সাজানো গল্প তৈরি করা হয়েছিল।