You have reached your daily news limit

Please log in to continue


লন্ডনে প্রিমিয়ারে আলো ছড়াল ‘অ্যাভাটার ২’

লন্ডনে ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভাটার ২ : দ্য ওয়ে অফ ওয়াটার’-এর। ২০০৯ সালে মুক্তি পাওয়া সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা অ্যাভাটারের সিক্যুয়েল এটি। পরিচালক জেমস ক্যামেরনের সাথে লিসেস্টার স্কয়ারের নীল গালিচায় যোগ দিয়েছিলেন তারকা স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, সিগউর্নি ওয়েভার এবং কেট উইন্সলেট সহ হলিউডের নামিদামি তারকারা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় এই জাঁকজমকপূর্ণ আয়োজন।

প্রিমিয়ারে উপস্থিত তারকারা প্রথম চলচ্চিত্রের ঘটনার এক দশকেরও বেশি সময় পরে ‘অ্যাভাটার ২ : দ্য ওয়ে অফ ওয়াটার’ শুরু হবে সুলি পরিবারের গল্প দিয়ে। তাদের পার করে আসা ভয়াবহ অতীত, তারা কতটা সংগ্রাম ও বিপর্যয় কাটিয়ে এসেছে, একে অপরকে সুরক্ষিত রাখতে ও বেঁচে থাকার জন্য যে ট্র্যাজেডি তারা সহ্য করেছে সেই গল্পের বর্ণনা দিয়েই শুরু হবে এই সিক্যুয়েলটি। ইতিমধ্যেই সিক্যুয়েলের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের নামকরা সব নির্মাতারা। অ্যাভাটার থেকেও বড় পরিসরে, ভালো গল্পের এবং আরো বেশি আবেগপ্রবণ সিনেমাটিকে শ্বাসরুদ্ধকর ও অবিশ্বাস্য বলে আখ্যায়িত করছেন অনেকে। সমালোচকদের মতে এবারের গল্প আরো চমকপ্রদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন