You have reached your daily news limit

Please log in to continue


এবার বিএনপির সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রায় সাড়ে নয় বছর আগে রাজধানীতে হেফাজতে ইসলামের অবস্থানের দিন নাশকতার এক মামলায় এবার বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বুধবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ জানান। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক শাহ আলম।

তিনি জানান, মামলাটির আজ ধার্য তারিখ ছিল।

হাবিব উন নবী খান সোহেলের পক্ষে তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর ১২ আসামি গরহাজির থাকায় তাদের বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

জানা যায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। বিকেল ৩টার দিকে হেফাজাতে ইসলামের ব্যানারে হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির মতিঝিলের শাপলা চত্বরের দিকে যেতে থাকে। তারা সরকারবিরোধী স্লোগানসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। পুলিশের ওপর চড়াও হয়ে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেলসহ ককটেলের বিস্ফোরষ ঘটায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন