ম্যাক মিনির মতো ছোট পিসি আনছে শাওমি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:৪৭

অ্যাপলের ম্যাক মিনি থেকে অনুপ্রাণিত হয়ে মিনি পিসি আনতে যাচ্ছে শাওমি। বাংলাদেশি মুদ্রায় এর দাম হবে ৫৯ হাজার টাকা। দুটি ডেস্কটপ পিসি আনবে শাওমি। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ফাঁস হওয়া এক পোস্ট থেকে জানা গেছে, একটি পিসির ডিজাইন অ্যাপলের ম্যাক মিনির মতো।


আরেকটি দেখতে প্রচলিত কম্পিউটারের মতো। এ ছাড়া আরো দুটি ল্যাপটপ আনতে যাচ্ছে শাওমি। মিনি পিসিতে থাকবে এএমডির রাইজেন৭ ৬৮০০এইচ এপিইউ, এর সঙ্গে থাকবে ৬৮০ জিপিইউ, ১৬ গিগাবাইট র‌্যাম, ৫১২ গিগাবাইট স্টোরেজের এসএসডি কার্ড। বাইরের অংশে থাকবে দুই ইউএসবি-এ পোর্ট, অডিও জ্যাক, পাওয়ার বাটন ও ভেন্টিলেশন হোল। ১ ডিসেম্বর নতুন পিসি দুটি উন্মোচনের কথা ছিল শাওমির। কিন্তু দেশটির সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মৃত্যুবরণ করায় উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়।            

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত