জিন্সের প্যান্টে ছোট পকেট কেন থাকে?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ১৩:৩২
জিন্সের প্যান্ট পরতে নারী-পুরুষ সবাই কমবেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ ধরনের প্যান্টে সামনে দুটি আর পেছনে দুটি মোট চারটি বড় পকেট থাকে। আর সামনের দুটি বড় পকেটের উপরে ছোট দুটি পকেট থাকে।
যেগুলো কখনো হয়তো ব্যবহৃত হয় না, আবার অনেকে হয়তো জানেনও না এগুলোর ব্যবহার সম্পর্কে। প্যান্টে ছোট্ট ওই পকেট কেন থাকে? জানা যায়, ১৮০০ শতকে কাউবয়রা চেন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। তারা তখন ঘড়ি রাখতেন ওয়েস্টকোটে। ফলে বেশির ভাগ সময়েই ঘড়ি ভেঙে যেত। এরপর ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই ১৮৭৯ সালে বাজারে আসে।
- ট্যাগ:
- লাইফ
- জিন্স প্যান্ট