বগুড়ার সেই চিকিৎসকের মৃত্যু, ৬ দাবিতে সড়ক অবরোধ
বগুড়ায় ছুরিকাহত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মেহরাজ হোসেন ফাহিম (২৮) মারা গেছেন। রবিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শজিমেকের ২৫তম ব্যাচের ছাত্র মেহরাজ হোসেন ফাহিমের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কলেজের শিক্ষার্থীরা।
তারা রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়ক অবরোধ হয়ে পড়লে উভয় পাশে শত শত পরিবহন আটকা পড়ে। সেখানে শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে স্লোগান দেন।
পরে শিক্ষার্থীদের পক্ষে অর্ঘ্য রায় ছয় দফা দাবি পেশ করেন। ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণ না হলে সাধারণ ছাত্র-ছাত্রীরা সব ধরনের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বর্জন করে আন্দোলন শুরু করবেন বলে জানান তিনি। ঘণ্টাব্যাপী অবরোধ শেষে তারা ক্যাম্পাসে ফিরে যান।