কর-সংক্রান্ত জ্ঞান উদ্যোক্তার জন্য অপরিহার্য
কোম্পানির রাজস্ব ব্যবস্থাপনার জন্য আয়কর ও ভ্যাট সম্পর্কে উদ্যোক্তাদের পর্যাপ্ত জ্ঞান রাখা অপরিহার্য বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান। তিনি বলেন, এ সম্পর্কিত গভীর জ্ঞান ব্যবসায়িক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা ও কৌশল নির্ধারণে উদ্যোক্তাদের সহায়তা করবে। শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত 'কাস্টমস, ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট' বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন রিজওয়ান রাহমান।
তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে করজাল বাড়াতে ৩৮টি ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা, ভ্যাটের কেন্দ্রীয় নিবন্ধন বাধ্যতামূলক করা, স্থানীয় পর্যায়ে কেমিক্যাল উৎপাদনে ৬ শতাংশ ভ্যাট ছাড়, মূসক ফরমে পরিবর্তন এবং কম্পিউটার যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট বৃদ্ধিসহ বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এ ধরনের পরিবর্তন সম্পর্কে ব্যবসায়ী সম্প্রদায়কে অবশ্যই অবগত থাকতে হবে।