You have reached your daily news limit

Please log in to continue


কয়েক সেকেন্ডের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি...

গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় আহত অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন শঙ্কামুক্ত। তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাঁকে পাঁচ দিন পরিপূর্ণ বিছানায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সঙ্গে প্রয়োজনীয় ওষুধ। আজ শনিবার সন্ধ্যায় তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে সেদিনের পুরো বিষয় তুলে ধরে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন।

বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু মানসিকভাবে সুস্থ নেই জানিয়ে স্ট্যাটাসের একাংশে ফারিণ লিখেছেন, ‘আমি এখন শারীরিকভাবে সুস্থ আছি। কিন্তু মানসিকভাবে ভালো নাই। ডক্টর পাঁচ দিন বেডরেস্ট আর অ্যান্টিবায়োটিক দিয়েছে। হাড়ে ইনজুরি হয়নি। তবে বসতে পারছি না। ডান দিকে কাত হয়ে শুতে হচ্ছে। তবে মানসিক এই ট্রমা আদৌ কোনো দিন কাটবে কি না জানি না। সবচেয়ে বেশি ফিল হচ্ছে হতাশা।’

বিষয়টি নিয়ে মানসিক হতাশার কথার উল্লেখ করে আরেক অংশে লিখেছেন, ‘আমার সারা রাত ঘুম হয়নি। মেন্টালি ট্রমাটাইজড। ওই সময় যদি আমাকে আমার ভাই পেছন থেকে টান দিয়ে না সরাত বা আমার বাবা যদি আমাদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে না দিতেন, আমি জানি না আজকে এই স্ট্যাটাস লেখার জন্য আমি বেঁচে থাকতাম কি না। হয়তো থাকতাম, তবে আমার পা থাকত না...সে পরিস্থিতির ভয়াবহতা হয়তো লিখে বা বলে বোঝানো সম্ভব না। ঘটনার পরপরই আমি নিচে নেমে দাঁড়ানোর কয়েক সেকেন্ডের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি...।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন