জঙ্গি ছিনতাই: ঈদী আমিনের তিন আশ্রয়দাতা কারাগারে

জাগো নিউজ ২৪ ঢাকা মহানগর আদালত প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১২:৫৯

আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলার ১৩ নম্বর এজহারনামীয় আসামি ঈদী আমিনের তিন আশ্রয়দাতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালদ। তারা হলেন- ঈদী আমিনের বোন খোতেজা আক্তার লিপি, তার ভাগিনা নাসির মিয়া ও বন্ধু তানভীর হোসেন।


শনিবার (৩ নভেম্বর) তিনদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ।


আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও