কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ নিয়ে সংশয়

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯

এ বছরের ১৬ ডিসেম্বর স্বাধীনতাবিরোধীদের তালিকার প্রথম পর্যায় প্রকাশ হওয়ার কথা থাকলেও তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তালিকা তৈরিতে সংগৃহীত তথ্য এখনো পুরোপুরি যাচাই-বাছাই বাকি। তা ছাড়া তালিকাটি পর্যায়ক্রমে না একবারেই প্রকাশ করা হবে, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


গত আগস্টে আইন সংশোধন করে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকার, আলবদরসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা করার ক্ষমতা দেওয়া হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা)।


আগের আইনটি বাতিল করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২ নামের আইনটির গেজেট প্রকাশ করা হয় চলতি বছরের ৭ সেপ্টেম্বর। এর আগে থেকেই স্বাধীনতাবিরোধীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য তথ্য সংগ্রহ করছে তিন সদস্যের একটি সাবকমিটি। নেতৃত্ব দিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও