টিপ পরতে ভালবাসেন? মুখের আকৃতি অনুযায়ী জেনে নিন কোন ধরনের টিপ সাজ সম্পূর্ণ করতে পারে?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ২০:১৬
জমকালো শাড়ি, হালকা রূপটান, মানানসই গয়না— এত কিছুর পরেও যেন সাজ অসম্পূর্ণ থেকে যায়, যদি কপালে একটা টিপ না থাকে। দুই ভুরুর মাঝখানে একটা ছোট্ট টিপ সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে। শাড়ি, সালোয়ার-কামিজের সঙ্গে টিপ পরার চল তো রয়েছেই। ইদানীং পশ্চিমি পোশাকের সঙ্গেও টিপ পরছেন অনেকে।
অনেকেই আছেন, আলাদা করে তেমন রূপটান পছন্দ করেন না। শাড়ি বা অন্য কোনও পোশাকের সঙ্গে রং মিলিয়ে একটা টিপ পরেই বেরিয়ে যান। কাজল, হালকা লিপস্টিক আর ছোট্ট টিপ— সুন্দর দেখানোর জন্য যথেষ্ট একটি সাজ হতেই পারে। কিন্তু সকলের মুখের গড়ন এক রকম নয়। তাই মুখের আকৃতি অনুযায়ী টিপ বাছাই করা জরুরি। বিভিন্ন আকারের টিপ পাওয়া যায়। মুখের আকৃতি অনুযায়ী বেছে নিন কোন ধরনের টিপ আপনার মুখের সঙ্গে যাবে।