সবজির বাজারে কিছুটা স্বস্তি, ক্রেতার মনে অনেক অস্বস্তি

ডেইলি স্টার প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ১৮:০৭

রাজধানীর কারওয়ান বাজারে ২ সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে কমেছে। ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কম। তবে, দাম কমলেও বিক্রি তুলনামূলকভাবে বাড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা।


বিক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের হাতে তেমন টাকা নেই। তারা যতটা পারছে কম টাকায় মাস চলার চেষ্টা করছেন। এ জন্য তাদের ভেতর জিনিসপত্র কম কেনার একটি ঝোঁক তৈরি হয়েছে।


আজ বৃহস্পতিবার ঢাকার সবচেয়ে বড় এই পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। পটল, শিম ও ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকার মধ্যে এবং মূলা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।


এছাড়া আকারভেদে প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপি ৪০-৫০ টাকা, প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা, প্রতি কেজি চিচিঙ্গা ৫০ টাকা, গাজর ১০০ টাকা, টমেটো ১০০ থেকে ১১০ টাকা ও কাঁচা টমেটো ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও