সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওমর ফারুকের মা’
মহান মুক্তিযুদ্ধের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’। ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। ৩ ডিসেম্বর ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
স্বল্পদৈর্ঘ্যটির গল্প পিরোজপুর জেলার একজন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তাঁর মায়ের। এ প্রসঙ্গে নির্মাতা জাহিদুর রহমান বলেন, ‘আমি ওমর ফারুকের মায়ের গল্প প্রথম যেদিন শুনি, সেদিনই তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিই। দেশমাতৃকার টানে যুদ্ধে যাওয়া সন্তানের ফেরার অপেক্ষায় বসে থাকা এক গর্ভধারিণীর আকুতিটা তুলে ধরতে চেয়েছি। আবেগ ছুঁয়ে যাওয়া এক কাহিনি। আমার বিশ্বাস, ছবিটি সবার ভালো লাগবে।’
সিনেমায় ওমর ফারুকের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান। শহীদ ওমর ফারুকের ভূমিকায় দেখা যাবে সাঈদ বাবুকে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা, সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকিসহ অনেকেই।