ফুটবল উৎসবের মধ্যে ক্রিকেটের রঙিন আসর
বিশ্বকাপ ফুটবল পুরো দুনিয়াকে মাতিয়ে রেখেছে। বিশ্বকাপের আসর মানেই বাংলাদেশে সাম্য আর গণতান্ত্রিক মূল্যবোধে ঠাসা এক মাসের জন্য নির্মল বিনোদনী উৎসব। বিশ্বকাপে সব মহাদেশের সেরা প্রতিনিধিরা একটি চত্বরে উপস্থিত হয়ে শ্রেষ্ঠত্ব প্রদর্শনের রোমাঞ্চকর লড়াইয়ে মেতে ওঠেন। এখন কাতারে চলছে অনিশ্চয়তা, উৎকণ্ঠা, আশা-নিরাশার দোল খাওয়া, হিসাব মেলা আর না মেলার গল্প সৃষ্টির লড়াই। ফুটবলের সঙ্গে আছে আরেকটি উপসর্গ। সেটি হলো উš§াদনা। বাড়াবাড়ি, পাগলামি আর হুজুগ না থাকলে কি ফুটবল জমে?
মাঠের ফুটবল আসরে অংশগ্রহণ থেকে আমরা অনেক অনেক দূরে। কবে যে ফুটবলে লড়াইয়ের আসরে আমাদের পদচিহ্ন পড়বে, এটি ফুটবল বিশেষজ্ঞ ও গবেষকরা কেউ বলতে পারবেন না। মাঠে লড়াইয়ের স্থান না থাকলেও মাঠের বাইরের লড়াইয়ে আমরা উল্লেখ করার মতো ভূমিকা পালন করছি চার বছর পর পর বর্ণাঢ্য বিশ্বকাপ আসর কেন্দ্র করে। এটিও বা কম কী! বিশ্বকাপকে বরণ করে নেওয়ার জন্য আমাদের সমাজজীবনে বিভিন্ন ধরনের আয়োজন বিশ্ব মিডিয়ায় স্থান পাচ্ছে নিয়মিতভাবে। ফুটবলের বড় নাটকমঞ্চে অংশগ্রহণকারীর অনেকেই আমাদের সম্পর্কে না জানলেও ফুটবল ঘিরে আমাদের উš§াদনা, পাগলামি, ভালোবাসার খবর সম্পর্কে তারা জানতে পেরেছেন আন্তর্জাতিক মিডিয়ার বদৌলতে। বিশ্বকাপে জনপ্রিয় দলগুলো আরও জেনেছে হাজারো মাইল দূরে অবস্থান করেও তাদের খেলায় সমর্থক ও ভক্ত বাংলাদেশ নামে দেশটির অগণিত মানুষ!