কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিকৃত ভিডিও–টিভি সিরিজ দেখে অপরাধের কৌশল শিখছে কিশোর–তরুণেরা

প্রথম আলো ইফতেখার উদ্দিন চৌধুরী প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ২০:৪০

চট্টগ্রাম নগরে আলিনা ইসলাম আয়াত নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ছয় টুকরা করে ভাসিয়ে দেওয়া হয় সাগরে। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আলিনাদের বাসার ভাড়াটে আবির মিয়া নামের এক তরুণকে। যাঁকে চাচ্চু ডাকত আলিনা। গত মাসে জামালখানে খুন হয় সাত বছর বয়সী আরেক শিশু। এ ছাড়া নিপীড়ন ও ধর্ষণের শিকার হচ্ছে শিশু-কিশোরেরা। এই উদ্বেগজনক পরিস্থিতির কারণ ও প্রতিরোধে করণীয় নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক সুজন ঘোষ।


প্রথম আলো: চট্টগ্রামে একের পর এক শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনার কারণ কী হতে পারে?


ইফতেখার উদ্দিন চৌধুরী: এভাবে শিশু হত্যা ও নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক। আমি অত্যন্ত মর্মাহত। কয়েকটি কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। অন্যতম কারণ হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমের নানা রকম অপব্যবহার। আর বিনোদনের নামে বিকৃতভাবে তৈরি ভিডিও প্রচার। এই বিষয়গুলো মানুষের কাছে বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মনে কৌতূহল সৃষ্টি করছে। এর মাধ্যমে অপরাধে জড়িয়ে পড়ছে তারা। আর তার শিকার হচ্ছে কোমলমতি শিশু-কিশোরেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও