কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সমালোচনা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১০:১৮

গোয়ায় অনুষ্ঠিতব্য ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র 'দ্য কাশ্মীর ফাইলস'।  উৎসবের সমাপনী অনুষ্ঠানে জুরি প্রধান নাদাভ ল্যাপিড মঞ্চে এসে দ্য কাশ্মীর ফাইলসের সমালোচনা করেছেন।


দর্শকদের উদ্দেশে ভাষণে ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভ বলেন, "আমরা সবাই ১৫তম চলচ্চিত্র ‘কাশ্মীর ফাইলস’ দেখে বিরক্ত এবং হতবাক হয়েছি। এটা আমাদের কাছে প্রোপাগান্ডা টাইপ ও অশ্লীল সিনেমার মতো মনে হয়েছে।


একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের শৈল্পিক প্রতিযোগিতামূলক অংশের জন্য অনুপযুক্ত এই সিনেমাটি। "


সিনেমাটির সমালোচনা করে বক্তব্যের শেষে তিনি এ-ও বলেন, 'আমি এখানে মঞ্চে আপনাদের সাথে এই অনুভূতিগুলো প্রকাশ্যে শেয়ার করে নিচ্ছি। যেহেতু উৎসব পালনের চেতনা হলো একটি সমালোচনামূলক আলোচনাকেও গ্রহণ করা। এটা যা শিল্প ও জীবনের জন্য অপরিহার্য। তাই যেকোনো সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও