কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেয়েকে ধর্ষণের হুমকি, তিন বছর অবসাদে ডুবে ছিলেন অনুরাগ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ২১:১৯

তিন বছরেরও বেশি সময় মানসিক অবসাদে ভুগেছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। অন্ধকার সে সময়ে তিনবার পুনর্বাসন থেকে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অনুরাগ। 


ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘২০১৯ সালের আগস্টে আমি টুইটার ব্যবহার বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমার মেয়েকে সেই সময় প্রচুর ট্রল করা হচ্ছিল। এমনকি তাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল। সেসময় আমার মেয়ে খুব মানসিক অবসাদে ভুগছিল। তখন আমি শুটিংয়ে পর্তুগাল চলে যাই এরপর লন্ডনে শুটিং করি। এরপরই পুরো জামিয়া মিলিয়ার (ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন–সিএএ বিরোধী বিক্ষোভ) ঘটনা ঘটে। আমি ভারতে ফিরি। দেখি কেউ আমার সঙ্গে কথা বলছে না, এটা সহ্য করা আমার পক্ষে খুব কঠিন ছিল।’ 


অনুরাগ আরও বলেন, ‘আমার মেয়ে অসাধারণ। ও সত্যিই সেই সময় নিজের সঙ্গে লড়াই করেছে। মেয়ের এই উদ্বেগ আমাকে কষ্ট দিয়েছিল ঠিকই, কিন্তু তাঁর এই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা থেকে আক্ষরিক অর্থে আমি সাহস সঞ্চার করেছিলাম। তখন আমি সবকিছু ফেলে যুক্তরাষ্ট্রে চলে যাই। ও ফিরে আসে এ দেশে। ও উদ্বেগের মধ্যে দিয়ে কাটিয়েছে সেসময়। তবে ও অসাধারণ মেয়ে।’ 


২০১৯ সালের ১২ ডিসেম্বর ভারতে পাস হয় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। এই আইনকে বৈষম্যমূলক আখ্যায়িত করে ভারতজুড়ে তখন বিক্ষোভ শুরু হয়। দিল্লির ঐতিহ্যবাহী জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভ। এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। সেসময় সিএএ-বিরোধী সেই বিক্ষোভে অংশ নিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন অনুরাগ। এরপরই তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি আসে বলে অভিযোগ করেছিলেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও