কত ঘন ঘন বাথরুম পরিষ্কার করা উচিত, জেনে নিন
বাথরুম পরিষ্কার করাটা সবারই অপ্রিয় কাজ হতে পারে। অপ্রিয় কাজ হলেও কাজটি করতে হবে। ঘরের সব কিছুই স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। ঘরের মেঝে প্রতিদিন মুছলেও, ঘরের বাথরুম কিন্তু প্রতিদিন ধোয়া হয় না।
তবে প্রতিদিন না ধুলেও পরিষ্কার রাখতে হবে নিয়মিত। কত ঘন ঘন বাথরুম পরিষ্কার করতে হবে সেটা জানা প্রয়োজন। কারণ বাথরুমের মেঝেতে প্রচুর ব্যাকটেরিয়া থাকতে পারে। ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে আনতে এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে বিষয়টি জানতে হবে।
নিয়মিত বাথরুম পরিষ্কারের গুরুত্ব
জীবাণু এক থেকে সাত দিনের মধ্যে বাথরুমের যেকোনো জায়গায় হতে পারে। তাই নিয়মিতভাবে বাথরুম পরিষ্কার করে জীবাণু ছড়িয়ে পড়া রোধ করতে পারেন। যা সংক্রমণ বা অসুস্থতা সৃষ্টি করতে পারে। বাথরুম পরিষ্কার এবং পরিপাটি হলে নিজের কাছেও ভালো লাগবে ব্যবহার করতে।
>> সাপ্তাহে কমপক্ষে একবার বাথরুম ধোয়া উচিত। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, এক্সপোজার সায়েন্স এবং ইস্ক অ্যাসেসমেন্ট সেন্টারের অধ্যাপক এবং পরিচালক কেলি রেনল্ডস বলেছেন, অন্তত সাপ্তাহে একবার পরিষ্কার করা উচিত।
>> আপনার পরিবারের কেউ অসুস্থ থাকলে, দিনে একবার হলেও বাথরুম পরিষ্কার করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। বাড়িতে কারো হয়তো পেট খারাপ থাকতে পারে বা কভিডে আক্রান্ত হতে পারে। আবার অন্য কোনো অসুখ। সে ক্ষেত্রে প্রতিদিন বাথরুম পরিষ্কার করতে হবে।
>> যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সহজেই ব্যাকটেরিয়া কাবু করে ফেলতে পারে। অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর এর মধ্যে পার্থক্য খুঁজতে হবে। ঝকঝকে না বলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে এমন কিন্তু নয়। জীবাণু ধ্বংস করতে হবে আগে। আপনার হয়তো রোগ প্রতিরোগ ক্ষমতা বেশি, কিন্তু আপনার পরিবারের অন্য সদস্যের তা না-ও হতে পারে। তাই নিয়মিত বাথরুম পরিষ্কার করতে হবে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বাথরুম পরিষ্কার