কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সন্ত্রাস ও দুর্ভিক্ষের রাজনীতি

কালের কণ্ঠ হায়দার মোহাম্মদ জিতু প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ১০:৫০

উপমহাদেশীয় রাজনীতির ইতিহাস যেমন জটিল ও কুটিল, তেমনি জৌলুসসম্পন্ন। পলাশী যুদ্ধের মীরজাফর, ঘষেটি বেগম চরিত্রের আনাগোনা এখনো আছে। যার ধারাবাহিক দলিল খন্দকার মোশতাক গং। তামাশার বিষয়, তাঁদের কেউই দীর্ঘক্ষণ মসনদে বসতে পারেননি।


উল্টো দিকে আতঙ্কের বিষয়, ইতিহাসের ধারাবাহিকতায় আজও সেই ক্ষমতাকেন্দ্রিক লোভ সংবরণ হতে দেখা যায় না।


বিভাজন, সংকট সৃষ্টি করে ফায়দা নেওয়ার অভ্যাস এখনো উবে যায়নি। কারো কারো ব্যক্তিস্বার্থে ক্ষমতাকে দায়িত্ববোধের জায়গায় পরিপূর্ণভাবে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। এ কারণেই সমৃদ্ধির বিনির্মাণে বাঙালির শান্ত সাহস শেখ হাসিনার লড়াইটা বহুমুখী ও বহু ফ্রন্টের। আত্মবিশ্বাসের কথা, শেখ হাসিনা সেই সূর্য শক্তি, যিনি সমস্যাকে সম্ভাবনায় রূপান্তরিত করতে জানেন এবং সেটা করেও চলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও