ফেসিয়াল পালসি চিকিৎসায় ভালো হয়
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১৬:১৬
ফেসিয়াল পালসি বা বেলস পালসি রোগ মূলত মুখেই বেশি দেখা দিয়ে থাকে। নার্ভ ড্যামেজের কারণে মুখ নড়াচড়া করানোর কষ্টকর হয়ে দাঁড়ায়। আরও নানা রকম জটিলতা দেখা দিয়ে থাকে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় রোগটি ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস নামে পরিচিত। জন বেল নামে এক ভদ্রলোক এ রোগটি প্রথম আবিষ্কার করেন। তার নাম অনুসারেই রোগটির নামকরণ করা হয়েছে বেলস পালসি।
এটি এক ধরনের প্যারালাইসিস ধরনের রোগ। সাধারণত আমাদের সপ্তম ক্রেনিয়াল নার্ভটি ফেসিয়াল নার্ভ নামে অভিহিত। এটি অনেক সময় আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। তখন তাকে বলে ফেসিয়াল প্যারালাইসিস বা পালসি। এটি যে কোনো বয়সী নারী বা পুরুষ অথবা উভয়েরই হতে পারে। তবে পুরুষের তুলনায় নারীদের মধ্যে রোগটি খুব বেশি দেখা দিয়ে থাকে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বেলস পালসি
- ফেসিয়াল পালসি