এক লিটারের দাম ৪০০০ টাকা! কেন এই কুচকুচে কালো জল খান বিরাট কোহলি?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১৭:১০

সাক্ষাৎকারের ফাঁকে হোক কিংবা জিম থেকে ফেরার পথে, বিরাট কোহলিকে প্রায়ই দেখা যায় কালো রঙের জলে চুমুক দিতে। সেই জল যে সে জিনিস নয়। রীতিমতো দামি সেই পানীয়। এক এক সংস্থার জলের দাম এক এক রকম। কোনও কোনও সংস্থার এক লিটার কালো জল কিনতে সাড়ে তিন থেকে চার হাজার টাকা ব্যয় করতে হয়।


তবে এর চেয়ে কিছুটা কম দামেও আছে। মোটামুটি ভাবে অনলাইনে দেখলে এই কালো জলের দাম শুরু হয় প্রতি লিটার ১০০ টাকা থেকে। ৫০০, ৮০০, ১২০০ টাকাতেও মেলে এই জল। কিন্তু সে দামও তো সাধারণ জলের চেয়ে অনেক বেশি। কী এমন থাকে সেই জলে, যার জন্য সাধারণ জল খাওয়াই ছেড়েছেন তারকারা? আদৌ কি এই জলের কোনও স্বাস্থ্যগুণ আছে? নাকি পুরোটাই তারকাদের কায়দা?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও