বিচ্ছেদে নারীর চেয়ে বিষণ্নতায় বেশি ভোগে পুরুষ
১৯ নভেম্বর চলে গেল আন্তর্জাতিক পুরুষ দিবস। ১৯৯৯ সাল থেকে দিনটি পুরুষদের উৎসর্গ করে উদ্যাপন করা হচ্ছে, যা প্রবর্তন করেন ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের শিক্ষক ড. জেরেমি তিলক সিং। পুরুষ দিবসে এডুকেশন ওয়ার্ল্ড ‘ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট মেন’ শিরোনামে বেশ কিছু কৌতূহলোদ্দীপক তথ্য তুলে ধরেছে। চোখ বুলিয়ে আসা যাক সেগুলোয়।
১. পুরুষের গড় আয়ু প্রায় ৬৫ বছর, নারীদের ৬৯ বছর।
২. পুরুষের মস্তিষ্ক গড়ে একজন নারীর মস্তিষ্কের চেয়ে ১০ শতাংশ বড়।
৩. সপ্তদশ শতাব্দীতে হাই হিল পরার চল শুরু করেছিল পুরুষ। পরে নারীরা ‘পুরুষালি ভাব’ আনতে তা পরতে শুরু করে। এখন তো হিল নারীসুলভ ব্যাপারে পরিণত হয়েছে।
৪. জীবনের প্রায় ৬ মাস দাড়ি কাটতে কাটিয়ে দেয় পুরুষ। আর জীবনসঙ্গীর দিকে তাকিয়ে কাটায় এক বছর।
৫. বিচ্ছেদের পর নারীর তুলনায় পুরুষ বেশি বিষণ্নতায় ভোগে। সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন জার্নালে বছরের শুরুতে এ গবেষণা প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলে।