মূল্যবৃদ্ধির পর বাজারে ফিরল সয়াবিন তেল

প্রথম আলো প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ২২:১২

নতুন করে বোতলজাত সয়াবিনের দাম ১২ টাকা বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার দাম বাড়ানোর পরই বাজারে বেড়ে গেছে সয়াবিনের সরবরাহ। অথচ দাম বাড়ানোর আগে বাজারে সয়াবিনের সংকট ছিল। সেই সংকট শুক্রবার থেকে অনেকটাই কেটে গেছে। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী নতুন দামের সয়াবিন তেল সরবরাহ করছেন পরিবেশকেরা।


এদিকে বৃহস্পতিবার থেকে প্যাকেটজাত চিনির দামও বেড়েছে কেজিতে ১৩ টাকা। তাতে বাজারে প্যাকেটজাত চিনির সংকটও কাটতে শুরু করেছে। তবে খোলা চিনির সরবরাহ এখনো কম।


ঢাকার মগবাজার, নিউমার্কেট কাঁচাবাজার ও কাঁঠালবাগান বাজার ঘুরে দেখা যায়, এ বাজারের দোকানে এখন নতুন দামের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম রাখা হচ্ছে ১৯০ টাকা। আগে দাম সমন্বয়ের পর সয়াবিন তেল বাজারে আসতে কয়েক দিন সময় লাগত। কিন্তু এবার দাম বাড়ানোর পরপরই নতুন দামের তেল বাজারে চলে এসেছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও