কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দোকানে শীতের হাওয়া, হালকা গরম কাপড়ের ‘কাটতিই’ বেশি

বিডি নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১০:২৯

ঢাকার ফার্মগেইট মোড় থেকে ইন্দিরা রোডের পুরোটা জুড়েই এখন শীতবস্ত্রের দোকান। কিছুদিন আগেও ফুটপাতের এসব দোকানে ছিল পালাজ্জো, বাচ্চাদের ঘরে পরার পাতলা কাপড়ের পসরা। সেগুলো এখন ফুল হাতা টিশার্ট, সোয়েটারের মত গরম কাপড়ে ভর উঠেছে।


দুদিন আগেই প্রায় ১০ হাজার টাকার শীতের পোশাক বঙ্গবাজার থেকে এনেছেন জানিয়ে শামীম আহমেদ নামের এক দোকানি বলেন, “এখন তো হালকা শীত, এগুলার চাহিদা এখন একটু বেশি।”


ঢাকায় থাকার অভিজ্ঞতা থেকেই জানেন এখানকার আবহাওয়ার গতিপ্রকৃতি; জানেন কখন কোন পোশাকের বিকিকিনির চল। তার মত অন্য দোকানিরাও এখন শীতের হালকা পোশাকই বেশি তুলেছেন। তবে কম্বলসহ ভারী শীতের কাপড়ও মজুদ করতে শুরু করেছেন দোকানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও