ধর্মঘটের আগের দিনই সিলেটে চলছে না বাস
কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার (১৯ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। অন্যান্য স্থানের মতো সিলেটেও বিএনপির গণসমাবেশের দিন থাকছে পরিবহন ধর্মঘট। তবে শনিবার পরিবহন ধর্মঘটের ডাক দিলেও এই জেলায় একদিন আগেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে সিলেটে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেকে ট্রেনে গন্তব্যে যেতে রেলওয়ে স্টেশনে ভিড় করছেন।
সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, ‘পাঁচ দফা দাবিতে শনিবার সিলেটে ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার বাস ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতি। কিন্তু মৌলভীবাজার ও হবিগঞ্জে শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ধর্মঘট শুরু হয়েছে। ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে হলে এই দুই জেলা পাড়ি দিয়ে যেতে হয়। কিন্তু দুই জায়গাতেই ধর্মঘট থাকায় দূরপাল্লার বাস আসা যাওয়া করতে পারছে না। তবু কিছু বাস চলছে।’