ক্লাউড কম্পিউটার বানাবে এনভিডিয়া-মাইক্রোসফট

বণিক বার্তা প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০৯:৪৩

সবচেয়ে শক্তিশালী ক্লাউড কম্পিউটার তৈরিতে একত্রে কাজ করবে বিশ্বের দুই প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া ও মাইক্রোসফট। এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ), কোয়ান্টাম ২ ইনফিনিব্যান্ড নেটওয়ার্কিং প্লাটফর্ম, এআই এন্টারপ্রাইজ সফটওয়্যার ও মাইক্রোসফটের আজুর ক্লাউড প্লাটফর্ম ঘিরে এ কার্যক্রম পরিচালনা করা হবে। খবর টেকটাইমস।


ক্লাউড কম্পিউটার তৈরিতে দুটি প্রতিষ্ঠানের মধ্যে কয়েক বছরের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। সম্প্রতি দেয়া এক ঘোষণায় এনভিডিয়া জানায়, নতুন এ প্রকল্পে ডিপ লার্নিং ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যাপ্লিকেশনের জন্য এ১০০ ও এইচ১০০ সংস্করণের কয়েক হাজার জিপিইউ ব্যবহার করা হবে।


এনভিডিয়ার হপার এইচ১০০-কে বর্তমানে সবচেয়ে শক্তিশালী জিপিইউ হিসেবে গণ্য করা হয়। আর কোম্পানির তৈরি সবচেয়ে শক্তিশালী জিপিইউগুলোর মধ্যে দ্বিতীয় হিসেবে বিবেচিত এ১০০। মাইক্রোসফটের সঙ্গে যৌথ প্রকল্পে নিজস্ব কোয়ান্টাম-২ ইনফিনিটিব্যান্ড নেটওয়ার্ক প্লাটফর্ম এনভিডিয়া ব্যবহার করবে। দুটি সার্ভারের মধ্যে প্রতি সেকেন্ডে ৪০০ গিগাবিট গতিতে তথ্য আদান-প্রদান করবে প্লাটফর্মটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও