কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মন্ত্রণালয়ে অভিযোগের পেছনে তাকসিমের ইন্ধন দেখছেন ওয়াসা চেয়ারম্যান

প্রথম আলো ঢাকা ওয়াসা ভবন প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১৮:১২

ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে প্রশাসনিক ও দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ স্থানীয় মন্ত্রণালয়ে জানিয়েছেন সংস্থাটির কয়েকজন কর্মকর্তা। আর এ ব্যাপারে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে উল্টো অভিযোগ তুলেছেন চেয়ারম্যান।


চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ঢাকা ওয়াসার এমডি নিজের খেয়ালখুশিমতো ওয়াসা চালাতে চান। বোর্ডকে কোনো কিছু করতে দিতে চান না। এখন বোর্ড ওয়াসার বেশ কিছু বিষয়ে উদ্যোগ নেওয়ায় নানা দিক থেকে বাধা আসছে।


ওয়াসার একাধিক কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করায় বোর্ড চেয়ারম্যানকে চাপে রাখতেই এই অভিযোগ। তাঁরা বলছেন, ঢাকা ওয়াসার প্রশাসনিক কাজে বোর্ড চেয়ারম্যানের হস্তক্ষেপের সুযোগ নেই। বোর্ড চেয়ারম্যানের কিছু উদ্যোগের কারণে এমডি ক্ষুব্ধ। চেয়ারম্যানকে চাপে রাখতেই এমন অভিযোগ তোলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও