টুইটার কর্মীদের মাস্ক বললেন, বেশি সময় কাজ করুন, না হলে চলে যান
টুইটারের মালিকানা নেওয়ার পর থেকে ইলন মাস্ক একের পর এক নতুন নিয়ম চালু করছেন। এবার তিনি কর্মীদের দীর্ঘ সময় কাজ করতে বলেছেন। না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছেন। খবর বিবিসির
ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে বলা হয়, কর্মকর্তাদের পাঠানো এক ই–মেইলে টুইটারের কর্মীদের মাস্ক বলেন, টিকে থাকতে চাইলে কর্মীদের এভাবে কাজ করতে রাজি হতে হবে।
মাস্ক আরও বলেন, আজ বৃহস্পতিবারের মধ্যে যাঁরা এতে সই করবেন না, তাঁদের তিন মাসের বেতন দিয়ে ছুটি দেওয়া হবে।
বিবিসি এ নিয়ে মন্তব্যের জন্য টুইটারের সঙ্গে যোগাযোগ করেছে। দ্য গার্ডিয়ানের খবর বলছে, কর্মীদের পাঠানো মেইলে মাস্ক বলেন, সাফল্য পেতে টুইটারকে অত্যন্ত কঠোর হতে হবে।
মাস্ক বলেন, কঠোর হওয়ার অর্থ হলো লম্বা সময় ধরে মন দিয়ে কাজ করতে হবে। শুধু ব্যতিক্রমী কাজ দেখাতে পারলেই প্রতিষ্ঠানে টিকে থাকা যাবে।
নতুন টুইটারের অংশ হতে চাইলে কর্মীদের আজ বৃহস্পতিবার ৫টার মধ্যে একটি লিংকে ক্লিক করতে বলা হয়েছে। মাস্ক বলেন, ‘আপনি যে সিদ্ধান্তই নিন না কেন টুইটারকে সফল করতে প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন নিয়ম
- ইলোন মাস্ক
- টুইটার