স্ক্র্যাপ হিসেবে বিক্রি হচ্ছে সিলিন্ডার, ঝুঁকিতে পরিবেশ

বাংলা ট্রিবিউন বিস্ফোরক পরিদপ্তর প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ২২:৫২

খালি এলপিজির সিলিন্ডার বাজার থেকে কিনে স্টিল রি-রোলিং মিলগুলোয় কমদামে বিক্রি করে দিচ্ছে একশ্রেণির অসাধু চক্র। এতে বাজারে সিলিন্ডার সংকটের আশঙ্কা প্রকাশ করছেন এলপিজি ব্যবসায়ীরা। পাশাপাশি পরিবেশের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে জানান তারা।


জানা যায়,  সম্প্রতি একশ্রেণির অসাধু ব্যবসায়ী স্টিল বা ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় এ ধরনের অবৈধ ব্যবসা শুরু করেছে। তাদের কাছে লাভজনক হয়ে উঠেছে এই কাজ। কিন্তু এতে করে সিলিন্ডার স্ক্র্যাপ করার সময়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বাজারে দেখা দিচ্ছে সিলিন্ডার সংকট। যার ফলে ব্যবসায় ক্ষতির সম্মুখিন হচ্ছেন এই খাতের বিনিয়োগকারীরা।


এ বিষয়ে জানতে চাইলে বিস্ফোরক পরিদফতরের এক কর্মকর্তা জানান, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এই ধরনের কাজ আইনত দণ্ডনীয় অপরাধ৷ বেশ কিছু অভিযানও আমরা পরিচালনা করেছি। পরিবেশের জন্যও বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে আমরা সচেতনতার ওপর জোর দিচ্ছি৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও