তিন ঘণ্টার ভিডিওতে আফজাল হোসেনের জীবনের গল্প
দীর্ঘ ৩ ঘন্টার আলাপচারিতায় জীবনের গল্প বললেন কিংবদন্তি অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।
অনুষ্ঠানের নাম ‘কোলাহল উইথ আফজাল হোসেন। ’ তানভীর তারেক এর গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্ট এ ক্যারিয়ারের দীর্ঘ পথ, নিজের অভিনয় জীবনের দর্শন , প্রেম বিয়ে গসিপ, বিজ্ঞাপন শিল্পের পথিকৃত হিসেবে নিদের চ্যালেন্জ সহ সমসাময়িক ফিল্ম ইন্ডাস্ট্রি ও কাজ নিয়ে কথা বলেছেন । তবে সেলিব্রিটি টকশো তে আরো খানিকটা ভিন্নতা আনতেই বিভিন্ন বিষয় নিয়ে ১০ টি করে প্রশ্ন করেছেন আরো তিনজন সাংবাদিক।
তারা হলেন শ্রাবণী রাখি, অনিন্দ্য মামুন ও অপূর্ণ রুবেল । অনুষ্ঠান প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘সবার ভাবনার জগত বা কাজের ধারা তো একরকম না। তানভীর তারেকের এই সৃজনশীল কাজের ধারাটা আমার ভাল লাগে । তাই এর আগেও তার সাথে যখন আড্ডা দিতে বসেছি - কথা বলে আরাম পেয়েছি। অর্থাৎ আমার বলার আগ্রহের জায়গাগুলোতেও সে ছুতে পেরেছে । এই আড্ডাটিও উপভোগ করলাম। ’
উপস্থাপক তানভীর তারেক বলেন, ‘আফজাল ভাই আমাদের শোবিজ জগতের বিশেষ মানুষ। তার প্রতিটা কাজ , প্রতিটা অঙ্গন এত যত্ন দিয়ে তিনি পথ হেঁটেছেন , অথচ তার এসব গুঢ় দর্শন নিয়ে বিস্তারিত কোনো কথপোকথন নেই । আমাদের দেশে অনেক কিংবদন্তি চলে গেছেন যাদের কোনো রেফারেন্স ইন্টারভিউ নেই, আত্মজীবনীমূলক প্রকাশনা নেই, সেই কাজগুলোই ভিজুয়ালি প্রথমে পরে প্রিন্টেড আকারে গ্রন্থনায় আনতে চাই। ’